বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় সেলাই মেশিন ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ

ফুলবাড়ীতে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় সেলাই মেশিন ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ

 ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ও হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ক্রাচ, লাঠি ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা কাশিপুর টিএমএসএস কার্যালয় চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। প্রকল্প সমন্বয়কারী মোঃ আলমগীর আলমের সভাপতিত্বে এসময় জোন প্রধান জাহাঙ্গীর আলম, অঞ্চল প্রধান রমযান আলী, প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম সরকার সহ শাখা ব্যবস্থাপক ও সহকারী কারিগরি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৫ টি সেলাই মেশিন, ৪টি হুইল চেয়ার, ১ টি ট্রাই সাইকেল, ২ টি ক্রাচ, ৩ টি লাঠি ও ১টি সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, উপজেলার ফুলবাড়ী সদর ও কাশিপুর ইউনিয়নের প্রায় তিন হাজার অতিদরিদ্র সদস্য নিয়ে পিপিইপিপি-ইইউ প্রকল্প- জীবিকায়ন, স্বাস্থ্য ও পুষ্টি সেবা, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধিতা ও দুর্যোগ-ঝুঁকি হ্রাসে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন