বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে যুবদলের উদ্যোগে অসহায় দুস্থ মানুষ ও নির্যাতিত ত্যাগী নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন

আদমদীঘিতে যুবদলের উদ্যোগে অসহায় দুস্থ মানুষ ও নির্যাতিত ত্যাগী নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় ২০০ শত ত্যাগী নেতা-কর্মী আর ৩০০ শত অসহায় ও দুস্থ গরীব মানুষসহ ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদমদীঘি থানা বিএনপির কার্যালয়ের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সস্পাদক মামুনুর রশিদ মামুন, বিএনপির নেতা সাজেদুর রহমান এ্যাঞ্জেল, ফরিদ সরকার, মিজানুর রহমান জুয়েল, মকলেছার রহমান, রুহুল আমিন, থানা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা সাগর হোসেন, তৌহিদুল ইসলাম, জুয়েল হোসেন, নজরুল ইসলাম, আদমদীঘি থানা ছাত্রদলের সভাপতি মহিবুল হাসান শাকিব, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, কৃষক দল নেতা আবু রায়হান, রুবেল হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবর্গ।

এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু বলেন, আদমদীঘিতে বিভিন্ন সময়ে নেতা-কর্মীরা হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। সেই সব ত্যাগী নেতা-কর্মীদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার সামগ্রী তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সাহায্য অব্যহত থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন