বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মানারিনোকে উড়িয়ে কোয়ার্টারে জোকোভিচ

মানারিনোকে উড়িয়ে কোয়ার্টারে জোকোভিচ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  গ্র্যান্ডস্ল্যাম ইতিহাসে গত ৩১ বছরে কোনো খেলোয়াড়ই ‘ট্রিপল বেগেল’ নিয়ে ম্যাচ জিততে পারেননি। একপর্যায়ে মনে হয়েছিল নোভাক জোকোভিচের হাত ধরেই আজ সেই খরা কাটবে। কিন্তু তৃতীয় সেটে এসে খেই হারালেন এই সার্বিয়ান তারকা। যদিও দাপুটে জয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখেন তিনি। এক ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে ২০তম বাছাই আদ্রিয়ান মানারিনোকে উড়িয়ে দেন ৬-০, ৬-০, ৬-৩ গেমে।  আসরের প্রথম দুই রাউন্ডে সরাসরি সেটে জিততে পারেননি জোকোভিচ। অসুস্থতা নিয়ে লড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তৃতীয় রাউন্ডে ছন্দ খুঁজে পেয়ে ম্যাচ জিতে নেন তিন সেটেই। রড লেভার অ্যারেনায় আজ পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। দুর্দান্ত এই জয়ে গ্র্যান্ডস্ল্যাম ইতিহাসে ৫৮ বার কোয়ার্টার ফাইনালে উঠলেন। ছুঁয়েছেন রজার ফেদেরারের রেকর্ড। জয়ের পর জোকোভিচ বলেন, ‘গত দুই দিন সত্যিই ভালো কেটেছে। স্বাস্থ্যগত ও টেনিসের দিক থেকে ইতিবাচক দিকেই হাঁটছি। তাই এই মুহূর্তে যে অবস্থায় আছি তা নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সব মিলিয়ে অসাধারণ এক পারফরম্যান্স। খেলা সাধারণত সন্ধ্যার দিকেই শুরু হয়। কিন্তু আজ দিনেদুপুরে নামতে হয় ২৪ গ্র্যান্ডস্ল্যাম জেতা এই তারকাকে। তিনি বলেন, ‘আজ যেভাবে খেলেছি, তাতে সত্যিই দিনে খেলতে আমার আপত্তি নেই। এটা গোপন নয়, আমি সন্ধ্যা ৭টায় খেলতে পছন্দ করি। তবে আজকের ম্যাচটি মোটেও খারাপ  ছিল না। এদিকে মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা, কোকো গফ ও মার্তা কোস্তিউক। প্রত্যেকেই জয় পেয়েছেন সরাসরি সেটে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন