রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ নবনির্বাচিত সংসদ সদস্যদের বিজয় সংবর্ধনা অনুষ্ঠিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৪টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) বিজয় সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। শনিবার ২০জানুয়ারী সন্ধ্যায় রাজারহাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাফর আলী।
রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,কুড়িগ্রাম-৪আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ এবং রাজারহাটের কৃতি সন্তান ও লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও নবাগত এমপিদেরকে উপজেলা আওয়ামীলীগ ও প্রেসক্লাব রাজারহাটের পক্ষে সভাপতি সেকেন্দার আলী বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। রাজারহাট মডেল প্রেসক্লাবের পক্ষে সভাপতি আব্দুর রফিক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ। বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে রাতভর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।