বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিপিএল খেলতে ঢাকায় বাবর-রিজওয়ান

বিপিএল খেলতে ঢাকায় বাবর-রিজওয়ান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে খেলতে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের দুই ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বিদেশি ক্যাটাগরিতে রিজওয়ানকে আগেই রিটেইন করেছিল কুমিল্লা। গেল বছরেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে ২২ গজ মাতিয়ে ছিলেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় বিপিএলের শুরুর দিকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। গতবারে অবশ্য স্থাপন করেছিলেন অনন্য দৃষ্টান্ত। হেলিকপ্টারে চড়ে বিপিএলে এসে সবাইকে একপ্রকার চমকে দেন তিনি। এবার সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই (২৩ জানুয়ারি) কুমিল্লার জার্সিতে মাঠে নামবেন তিনি। এদিন সন্ধ্যায় হোম অব ক্রিকেট মিরপুরে সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে কুমিল্লা। অন্যদিকে একইদিনে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার বাবর আজমও। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। ডিরেক্ট সাইনিংয়ে তাকে দলে ভেড়ায় রংপুর। আগেই তার আসার দিনক্ষণ জানিয়েছিলেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক। বাবর মঙ্গলবারই মাঠে নামতে পারেন। এদিন দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। তবে রিজওয়ান কিংবা বাবর কেউই পুরো বিপিএলে খেলতে পারবেন না। কেননা, বিপিএলের মাঝামাঝি সময়ে পাকিস্তান সুপার লিগও (পিএসএল) শুরু হবে। রংপুর রাইডার্সের প্রধান নির্বাহীর তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারেন বাবর। এরপরই পিএসএলের জন্য চলে যাবেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন