শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মুন্সিগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় কালাচাঁন সরদারকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি শিহাব করিম। সোমবার রাতে কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তাররা হলেন হিরু সরদার (৪০), বাবু সরদার (৩৫), আলমগীর সরদার (৪৫) ও মুক্তা বেগম (৩৫)। র‌্যাব কর্মকর্তা শিহাব করিম জানান, কয়েকদিন ধরে কালাচাঁন সরদারের সঙ্গে প্রতিবেশী বাবু সরদর ও হিরু সরদারদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ১৬ জানুয়ারি বিকেলে বাবু সরদার ও হিরু সরদারের নেতৃত্বে কালাচাঁন সরদারের বাড়িতে হামলা চালায়। কালাচাঁন সরদার বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে যান। ইউপি সদস্যকে না পেয়ে বাড়িতে ফেরার সময় বাড়ির পাশের রাস্তায় বাবু সরদার ও হিরু সরদারসহ তাদের লোকজন কাঠের চেলা দিয়ে কালাচাঁন সরদারকে পেটাতে থাকলে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান কালাচাঁন। এ ঘটনায় নিহত কালাচাঁনের স্ত্রী বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় ৮ জনের নামে বাকি আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। গ্রেফতার আসামিদের মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন