শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হাইল হাওরে মৎস্য সম্পদ সুরক্ষা, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি এবং জলজসম্পদ এবং  জীববৈচিত্র্য রক্ষায় বাইক্কা বিল স্থায়ী মৎস্য অভয়াশ্রম ও এর সংলগ্ন বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে গতকাল দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০টি মাছ ধরার ফাঁদ (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। পরে কারেন্ট জাল ও মাছ ধরার ফাঁদ হাওর পাড়ে ধ্বংশ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার । এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ফারাজুল কবির। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। এছাড়াও উপজেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার জানান, হাওর অঞ্চলে দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধের নিমিত্তে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন