বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দুর্বৃওদের ছুরিকাঘাতে সৈয়দপুরে ইজিবাইক চালক আহত

দুর্বৃওদের ছুরিকাঘাতে সৈয়দপুরে ইজিবাইক চালক আহত

মোঃজাকির হোসেন সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে চালকের পিঠে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ এপ্রিল)রাত সাড়ে ৯টার দিকে শহরের পাটোয়ারীপাড়ায় মকবুল হোসেন কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।

ইজিবাইক চালকের নাম আলম মন্ডল (২৪)। তিনি শহরের পশ্চিম পাটোয়ারিপাড়ার মৃত আমিনুল মন্ডলের ছেলে।

আহত আলম মন্ডলের বোনজামাই মনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো দিনভর ইজিবাইক চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন আলম মন্ডল। এ সময় পাটোয়ারী পাড়ায় যাওয়ার কথা বলে যাত্রীবেশে দুইজন তাঁর ইজিবাইকে ওঠেন। পরে উল্লেখিত এলাকায় পৌছালে ওই দুইযাত্রী আলম মন্ডলের পিঠে এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকে। এক সময় ছুরিটি পিঠে বসিয়ে ইজিবাইকটি নিয়ে নেন তারা। তবে আলম মন্ডলের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এলে ছিনতাইকারীরা ইজিবাইকটি রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ইজিবাইক চালক আলম মন্ডলকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ছুরি বের করতে না পারায় ও অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ রেজাউল করিম বলেন, ছুরিটি অর্ধেকের বেশি পিঠে বসানো ছিল। এখানে ছুরি বের করাটা জটিল। তাছাড়া অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই রোগীকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। যেহেতু ইজিবাইক চালক চিকিৎসাধীন। তিনি কিছুটা সুস্থ হলেই তাঁর সাথে কথা বলে নিশ্চিত হওয়া যাবে আসলে এটি ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জের। এরপরই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন