রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিদ্যালয়ের সংস্কারের ভাঙা স্থাপনা ম্যানেজিং কমিটির সদস্যের বাড়িতে 

বিদ্যালয়ের সংস্কারের ভাঙা স্থাপনা ম্যানেজিং কমিটির সদস্যের বাড়িতে 
গাইবান্ধাঃ  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর এফএম উচ্চ বিদ্যালয়ের সংস্কারযোগ্য স্থাপনা অনুমতি ছাড়াই বন্ধের দিনে ভেঙে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ। পরে অবস্থা বেগতিক দেখে দুই দিন পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ মণ্ডলে স্থাপনার ইট বিদ্যালয়ে ফেরত দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বুধবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির এক কোণার সীমানা প্রাচীরসহ সংস্থার সংযোগ টয়লেট ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। পাশের একটি বিল্ডিংয়ের সামনে জড়ো করে রাখা হয়েছে ভাঙা স্থাপনার কয়েকহাজার ইট।   বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস মিয়া জানান, কোনো ধরনের রেজুলেশন বা অনুমতি ছাড়াই গত শনিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের সংস্কার যোগ্য কিছু অংশ ভেঙে ইট নিয়ে যান অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ মণ্ডল। সেদিন বিদ্যালয় বন্ধ থাকায় তিনি বাধা দিতে পারেননি।  পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় ঘটনার দুই দিন পর ভবনের ইটগুলো ফিরিয়ে দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ইউসুফ মণ্ডল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। কমিটির রেজুলেশন বা পূর্বানুমতি ছাড়া বিদ্যালয়ের স্থাপনা ভাঙার অধিকার কারো নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন