মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীর চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফুলবাড়ীর চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ফুলবাড়ী (কুড়িগ্রাম)  প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর চরাঞ্চল পশ্চিম ধনীরাম গ্রামের ভুট্টা ক্ষেত থেকে ষাটোর্ধ্ব বয়সের এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা ক্ষতবিক্ষত লাশ পুলিশ  উদ্ধার করেছে। ৩ ফেব্রুয়ারী শনিবার  দুপুরে গবাদিপশুর ঘাস  সংগ্রহের জন্য একদল মহিলা ওই গ্রামের শাহ আলমের  ভুট্টা ক্ষেতে প্রবেশ করে লাশটি দেখতে পায়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে লাশ দেখে পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটির গলাকাটা এবং মুখ মন্ডলের চামড়া তুলে ফেলায় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। খবর পেয়ে ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ সহ  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরির প্রক্রিয়া চালাচ্ছে ।
এদিকে ভুট্টা ক্ষেতে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লাশটি দেখার জন্য শত শত উৎসুক জনতার ভীড় জমেছে। লাশের পরনে ট্রাউজার সহ লুঙ্গি এবং গায়ে লাল-বাদামি রঙের একটি সুয়েটার রয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা শোনার পরপরই সেখানে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া করছি। সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন