শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

এনু-রুপনকে জামিন দেননি আপিল বিভাগ

এনু-রুপনকে জামিন দেননি আপিল বিভাগ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাসায় সাড়ে ৮ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া ওরফে এনু, রুপন ভূঁইয়াকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (১২ ফেব্রুয়ারি) আপিল বিভাগ আগামী ২ মাসের মধ্যে নিম্ন আদালতকে বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন। গত ২৮ নভেম্বর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আরেক মামলায় এনু-রুপনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৮–এর বিচারক বদরুল আলম ভূঁইয়া আজ মঙ্গলবার এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘এ দেশের মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করেন। আর যারা মানি লন্ডারিং অপরাধের সঙ্গে যুক্ত, তারা শুধু আমাদের সম্পদ চুরি করছে না, তারা আমাদের সন্তানদের ভবিষ্যতে চুরি করছে। তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা আমাদের প্রত্যেকের কর্তব্য।’ এর আগে গত বছরের ২২ এপ্রিল মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আরেক মামলায় এনামুল ও রুপনের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল ও রুপনদের পুরান ঢাকার বানিয়ানগরের বাসাসহ তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় তাদের নামে ছয়টি মামলা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন