শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নয়াদিল্লিতে কারখানায় আগুন, নিহত ১১

নয়াদিল্লিতে কারখানায় আগুন, নিহত ১১

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির আলিপুর এলাকায় একটি রঙ প্রস্তুত কারখানায় আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে ঘটেছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কারখানাটির অবস্থান আলিপুরের দয়ালপুর বাজার এলাকার কাছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যে সেটি কারখানা সংলগ্ন দু’টি গুদামে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা এবং অগ্নি নির্বাপক বাহিনীর ৬টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানাটি থেকে একে একে ১১ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। এই নিহতদের পাশাপাশি এক পুলিশসহ চারজন আহতও হয়েছেন। তাদেরকে বর্তমানে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠিক কী কারণে আগুন লাগল— প্রশ্নের উত্তরে দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গার্গ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘এখনও আমাদের তদন্ত শুরু হয়নি, তবে আমাদের ধারণা, রঙ প্রস্তুত কারখানাটিতে যেসব রাসায়নিক মজুত করা হয়েছিল, সেগুলোর কোনো একটির বা একাধিকের বিস্ফোরণ থেকে সূত্রপাত এই আগুনের।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন