বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ম্যারাডোনা ডার্বিতে বার্সাকে রুখে দিলো নাপোলি

ম্যারাডোনা ডার্বিতে বার্সাকে রুখে দিলো নাপোলি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ডিয়াগো ম্যারাডোনার দুই সাবেক ক্লাব বার্সেলোনা ও নাপোলি মুখোমুখি হয়েছিল তারই নামের স্টেডিয়ামে। ‘ম্যারাডোনা ডার্বিতে’ রোমাঞ্চের কোন কমতি ছিল না। জম-জমাট লড়াই শেষে ফলাফল ভাগাভাগি করেছে দুই দল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে লেভানডফস্কির গোলে  জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বার্সেলোনা। তবে ভিক্টর ওশিমেনের গোলে ১-১ সমতা ফিরিয়েছে নাপোলি। ম্যাচের চতুর্থ মিনিটে ইলকায় গুনদোয়ানের কাছ থেকে পাওয়া বলে গোলমুখে প্রথম শটটি নেন লামিনে ইয়ামাল। তবে লক্ষ্যে রাখতে পারেননি। গোল না পেলেও মাঠে নেমেই রেকর্ড গড়েছেন তিনি। ১৬ বছর ২২৩ দিন বয়সী ইয়ামাল চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউটে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। ম্যাচে বার্সেলোনা এগিয়ে যায় ৬০ মিনিটে। পেদ্রির কাছ থেকে পাওয়া বল নিচু শটে জালে জড়ান লেভানডফস্কি। এই গোলের মাধ্যমে ৩৫ বছর ১৮৪ দিন বয়সী লেভা লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোল এখন লেভার (মেসির ছিল ৩৩ বছর ২৫৯ দিন)। এরপর ৭৫ ‍মিনিটে ওশিমেন গোল করে সফরকারীদের জয়ের পথ আটকে দেন। আন্দ্রে টের স্টেগানকে ভুল দিকে পরিচালিত করে সহজেই বল জালে জড়ান এই নাইজেরিয়ান। শেষ দিকে গুনদোয়ান গোলের সম্ভাবনা তৈরি করলেও গোল পাননি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন