হিলিতে ট্রাকে ধাক্কায় এক মোটরসইকেল আরোহী নিহত
দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় আবির হোসেন জয় ২৮ যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুর ১ টায় হিলি-বিরামপুর সড়কের মুহাড়া পাড়া বিজিবি ক্যাম্পের উত্তর দিকে সড়ক দূর্ঘটনায় আবির হোসেন নিহত হয়েছেন। নিহত আবির হোসেন হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মেহেবুল ইসলামের ছেলে। সে বাংলা হিলি বাজারের মন্ডল ফার্মেন্সির সেল্সম্যান হিসেবে কর্মরত ছিলেন। দুই দিনের ছুটিতে ছিল। পুলিশ ও প্রর্তক্ষদর্শীরা জানান, আবির হোসেন হিলি বাজার থেকে তার ব্যবহৃত মোটরসাকেল যোগে বাড়ি ফেরার পথে হিলি-বিরামপুর সড়কের মুহাড়া পাড়া বিজিবি ক্যাম্প এলাকায় পৌছিলে বিরামপুর থেকে হিলি অভিমুখে আসা একটি ট্রাক তার মটর সাইকেলে ধাক্কা দিলে সে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই নিহত হয়। হাকিমপুর থানা ওসি দুলাল হোসেন জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের পূর্বক ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।