বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নদীতে পড়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নদীতে পড়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যশোরের নওয়াপাড়া নৌ-বন্দরে কার্গো জাহাজ থেকে পণ্য নামানোর সময় পানিতে পড়ে নিখোঁজ হন ঘাট শ্রমিক কাইয়ুম সরদার (৩৫)। পরে ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নিখোঁজ ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাকাল মিস্ত্রিপাড়া সংলগ্ন মেসার্স দেশ ট্রেডিংয়ের ২ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে।  কাইয়ুম সরদার অভয়নগরের শুভরাড়া গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে। কাইয়ুমের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছেন। হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি। নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যান। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহাকাল মিস্ত্রিপাড়া সংলগ্ন মেসার্স দেশ ট্রেডিংয়ের ২ নম্বর ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে সারের বস্তাসহ পা পিছলে ভৈরব নদীতে পড়ে যান। স্থানীয় শ্রমিকদের সহায়তায় সোমবার বিকেলের দিকে তার মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। কাইয়ুমের শ্যালক ইয়াছিন মোল্লা বলেন, ‘এমভি তিশান নামের একটি কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম। আমি কাইয়ুম ভাইয়ের পাশে আমার মাথায়ও বস্তা ছিল। আমিও হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করি। এমন সময় কাইয়ুম ভাই মাথায় বস্তাসহ পানিতে পড়ে যান। আমি ধরতে গিয়েও ব্যর্থ হই। তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকেরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে তাকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। ১৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল বলেন, ‘মাথায় বস্তাসহ কাইয়ুম নদীতে পড়ে যান। ১৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন