বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাণীশংকৈলে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে আরোহী নিহত

রাণীশংকৈলে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে আরোহী নিহত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলন্ত মোটরসাইকেলের আরোহীর ওপরে গাছ পড়ে মো. ইসমাইল হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কুমারগঞ্জ বাজারের সামনে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে। তিনি লাহীড়ি ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।নিহতের চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে তার শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। আর কুমারগঞ্জ এলাকায় সড়কের ধারে গাছ কাটছিলেন কয়েকজন মানুষ। এ সময় গাছটি হঠাৎ সড়কে তার মাথার ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। যারা গাছ কাটছিলেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। ব্যারিকেড দিয়ে সড়কে চলাচলকারী যানবাহনগুলো থামিয়ে দেওয়া বা সতর্ক করা উচিত ছিল। তাদের অসচেতনতার জন্য আজকে আমার ভাইকে প্রাণ দিতে হলো। রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কুমারগঞ্জ এলাকার মো. কামাল উদ্দিন বাড়ির পাশে ও সড়কের ধারে একটি নিম গাছ কাটছিলেন। এ সময় গাছটি পড়ে এমন দুর্ঘটনা ঘটে। এদিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, সড়কের ধারে গাছ অর্থাৎ সেটি সরকারি জায়গার গাছ। সড়ক ও বন অধিদপ্তরের কোনো অনুমতি না নিয়ে এভাবে গাছ কেউ কাটতে পারে না। এভাবে গাছ কাটা অন্যায় হয়েছে। তারপরেও আবার অসতর্কতার জন্য প্রাণ দিতে হলো একজন মানুষকে। এর দায় তাকেই নিতে হবে যে গাছ কেটেছেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাছ কাটার সময় অসতর্কতার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন