রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বসুন্ধরা শুভসংঘের আয়োজনআদমদীঘিতে কালের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

দৈনিক কালের কণ্ঠ’র ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে কেক কাটা, আলোচনা ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় হযরত দুর্লভ দেওয়ান (রঃ) দাখিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে রান্না করা এসব খাবার তুলে দেন শুভসংঘের বন্ধুরা। বেলা ৩ টায় পাঠক প্রিয় এই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান্তাহার সোনার বাংলা মার্কেটের তৃতীয় তলায় একটি অফিসে কেক কাটেন বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম। এরপর সেখানে বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সহ সভাপতি আহসান হাবীব তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিলের সঞ্চালনায় পত্রিকাটির দীর্ঘ ১৪ বছরের পথচলা নিয়ে আলোচনা করেন কালের কণ্ঠর উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু। এসময় শুভসংঘের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনি সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাকিলা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত রহমান জনি, হোমিও চিকিৎসক তানিয়া ও গণমাধ্যমকর্মী মাইন, প্রীতি, রূপালী, শান্তনা, তানজিলাসহ অন্যান সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন