ঘোড়াঘাটে জুয়া, মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ১৯
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটের মাদক বিক্রি ও সেবন, জুয়া খেলা, সাজা প্রাপ্ত, নিয়মিত মামলা ও ওয়ারেন্ট থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, বাবু মিয়া (৩০) এবং শাহিন (৪০),নওশাদ হোসেন (৩৯), রঞ্জিত বর্মন (৩৮), মোনায়েম খান (৫০), সুবাশ চন্দ্র (৪৫), ময়নুল ইসলাম (৪০), জাহিদুল ইসলাম (৩৫), আলহাজ চৌধুরী (২৬), শাকিল মিয়া (২৬), রজ্জব আলী (৪৫), সবুর মোল্লা (৪৩), কাদির মোল্লা (৩৯), আফজাল হোসেন (২৭), মিনহাজুল ইসলাম (২৮), ছোঁয়ার হোসেন সৌরভ (৪৫) , গোলাম রব্বানী (২৫), শামিম রেজা (৩৭), শরিফুল ইসলাম (৩৫)।
ওসি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে শুকবার (১৯ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে চারজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজন, সাজাপ্রাপ্ত দুইজন,মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৪ জন এবং ওয়ারেন্ট থাকায় সাতজনকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীদেরকে শুক্রবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।