শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন অটোরিকশা চালক

নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন অটোরিকশা চালক

কুড়িগ্রাম প্রতিনিধি: নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন অটোরিকশা চালক ।

দয়া করে আমার অটোরিকশাটা আনি দেন। আমার মতো অসহায় এই দুনিয়ায় কেউ নাই। নামাজ পড়তে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা হারিয়ে এভাবেই কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন অটোরিকশা চালক আল আমিন (২৫) নামের এক যুবক।

তিনি আরও বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে একটা অটোরিকশা কিনছি। সেই অটোরিকশা চালিয়ে সংসার চালাই। পরিবারে আমার ৭ সদস্য, অটোরিকশার আয়ে তাদের খাওয়াই। অটোরিকশা না পেলে কি খাওয়াবো তাদের। আবার প্রতি সপ্তাহে ১ হাজার ৮শ টাকা কিন্তুি দিতে হয়। আমার অটোরিকশা না পেয়ে মরা ছাড়া কোন উপায় নাই।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের আলিয়া দাখিল মাদরাসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ওই অটোরিকশা চালকের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পন্ডিত গ্রামে। তার বাবার নাম গহুর উদ্দিন।

জানা গেছে, অটোরিকশা চালক আল আমিন প্রতিদিনের ন্যায় কুড়িগ্রাম জেলা শহরে এসে গাড়ি চালান। বিকেলে আসরের নামাজ পড়তে কুড়িগ্রাম পৌর শহরের আলিয়া দাখিল মাদরাসার জামে মসজিদে নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে এসে দেখেন তার অটোরিকশাটি নেই। পরে হাউমাউ করে কান্নাকাটি শুর“ করলে স্থানীয় লোকজন তাকে থানায় নিয়ে জান।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, আমাদের অফিসার গেছে ঘটনাস্থলে। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন