শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রমজানে গ্যাস্ট্রিক আর জয়েন্টের ব্যথা নিয়ন্ত্রণের উপায়

রমজানে গ্যাস্ট্রিক আর জয়েন্টের ব্যথা নিয়ন্ত্রণের উপায়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বয়স ষাট ছুঁই ছুঁই আব্দুল কাদেরের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাঁটু আর কোমরের ব্যথা। বছরের অন্য সময় চেয়ারে বসে নামাজ আদায় করলেও রমজানে যেন তার মন মানে না। মেঝেতে মাথা ঠেকিয়ে লম্বা সেজদাহ না দিলে মনে শান্তি মেলে না। কিন্তু মনমতো ফরজ আর নফল ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়ায় জয়েন্টের ব্যথা। আব্দুল কাদেরের মনে একটাই কষ্ট। রমজানের মতো পবিত্র মাসেও কি প্রাণ ভরে স্রষ্টার ইবাদত করা সম্ভব হবে না? গৃহিণী সালমা আক্তারের সমস্যা আবার ভিন্ন। রমজানে পরিবারের মানুষগুলোর জন্য হরেকরকম চপ, পাকোড়া, হালিম, শরবত বানান শখ করে। কিন্তু শেষের দিকে যেন হাত আর চলে না। কাঁধ আর ঘাড়ের জয়েন্টে শুরু হয় চিনচিনে ব্যথা। তার ওপর স্বামী আর সন্তানদের আবদারে একটু ভাজাপোড়া খেলেই শুরু হয় অশান্তি। বুক-গলা জ্বলা, পেট ব্যথা, গ্যাস্ট্রিকের যন্ত্রণায় জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে। বছরঘুরে আবার এসেছে মাহে রমজান। আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় এই মাসে যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি রোজা রাখা, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টায় মশগুল থাকেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন