চিরিরবন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চিরিরবন্দরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল ২৬ মার্চ মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের প্রথমপ্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সকল সরকারি আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ভবন, দোকান ও ব্যক্তি মালিকানাধীন বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চিরিরবন্দর থানা, আনসার ভিডিপি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শারিরীক কসরত ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন, ব্যাজ পড়ানো, খেলাধুলা ও পুরুস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরিফুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোছা. লায়লা বানু এবং অনান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব জিয়াউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাবউদ্দীন সরকার, অ্যাড. অনিমেষ রায়, চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।