হোমনায় সার্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত সভা
হোমনায় সার্বজনীন পেনশন স্কীম বিধিমালা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, মো. মফিজুল ইসলাম গনি,মো. জসিম উদ্দিন সওদাগর,মো. ছাদেক সরকার,মো. শাহজাহান মোল্লা, ও মো. তাইজুল ইসলাম মোল্লা, ইউপি মেম্বার মফিজুল ইসলাম, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সোনালী ও জনতা ব্যাংকের ব্যবস্থাপক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাগণ এ সময় উপস্থিত ছিলেন। জানাগেছে,সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রেণি পেশার মানুষকে পেনশন স্কীমের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এই সময় হোমনা পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল কালাম আজাদ সর্বজনীন পেনশন স্কীমের সুরক্ষা স্কীমের একটি প্যাকেজ গ্রহণ করেন।সভায় সর্বজনীন পেনশন স্কীম গ্রহন করতে উপজেলা প্রশাসন হেল্পডেস্ক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন পরিষদ, সোনালী ও জনতা ব্যাংক হোমনা শাখায় যোগাযোগ করতে বলা হয়।