বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় সার্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত সভা

হোমনায় সার্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত সভা

হোমনায় সার্বজনীন পেনশন স্কীম বিধিমালা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, মো. মফিজুল ইসলাম গনি,মো. জসিম উদ্দিন সওদাগর,মো. ছাদেক সরকার,মো. শাহজাহান মোল্লা, ও মো. তাইজুল ইসলাম মোল্লা, ইউপি মেম্বার মফিজুল ইসলাম, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সোনালী ও জনতা ব্যাংকের ব্যবস্থাপক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাগণ এ সময় উপস্থিত ছিলেন।  জানাগেছে,সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রেণি পেশার মানুষকে পেনশন স্কীমের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এই সময় হোমনা পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল কালাম আজাদ সর্বজনীন পেনশন স্কীমের সুরক্ষা স্কীমের একটি প্যাকেজ গ্রহণ করেন।সভায় সর্বজনীন পেনশন স্কীম গ্রহন করতে উপজেলা প্রশাসন হেল্পডেস্ক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউনিয়ন পরিষদ, সোনালী ও জনতা ব্যাংক হোমনা শাখায় যোগাযোগ করতে বলা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন