বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কমলগঞ্জে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশের একটি টিমের সহায়তায় কমলগঞ্জ উপজেলার গুলের হাওর বাজার, নৈনারপাড় বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে গুলের হাওর বাজারে অবস্থিত ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা, সাথী স্টোরকে ৫ হাজার টাকা, নৈনার পাড় বাজারে অবস্থিত জননী ফার্মেসীকে ৪ হাজার টাকা, সানোয়ারা পোল্ট্রি এন্ড ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা সহ মোট ৪টি প্রতিষ্টানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন