শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অর্ধশতাধিক যাত্রী রেখেই ছেড়ে গেল ‘বুড়িমারী এক্সপ্রেস’

অর্ধশতাধিক যাত্রী রেখেই ছেড়ে গেল ‘বুড়িমারী এক্সপ্রেস’

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লালমনিরহাটে অর্ধশতাধিক যাত্রী রেখেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টা ২৫ মিনিটের দিকে লালমনিরহাট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। যদিও লালমনিরহাটের চার উপজেলা থেকে যাত্রী নিয়ে লোকাল ট্রেন পোঁছানোর পর স্টেশন ছাড়ার কথা ছিল বুড়িমারী এক্সপ্রেসের। এতে ঢাকাগামী অর্ধশতাধিক যাত্রী পড়েছেন চরম ভোগান্তিতে। ভুক্তভোগী যাত্রীরা জানান, গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িমারী এক্সপ্রেস নামে নতুন আন্তঃনগর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৪টি বগির এই ট্রেনের আসন রয়েছে ৬৫৩টি। তবে চালুর পর থেকে ট্রেনটি বুড়িমারী থেকে না ছেড়ে লালমনিরহাট সদর স্টেশন থেকে ছেড়ে যায়। ফলে ৪ উপজেলার যাত্রীদের জন্য একটি শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়। যাতে এ ৪ উপজেলার যাত্রীরা শাটল ট্রেনে এসে বুড়িমারী এক্সপ্রেস ধরতে পারে। কিন্তু গতকাল শাটল ট্রেনটি বুড়িমারীসহ ৪ উপজেলার যাত্রী নিয়ে এলেও তার আগেই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। ফলে লালমনিরহাট স্টেশনেই অর্ধশতাধিক যাত্রী সেখানে আটকা পড়ে যান। যাত্রীরা অভিযোগ করে বলেন, লালমনিহাট স্টেশনের কর্মকর্তাদের গাফিলতির কারণেই যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়েছে। বহুল আলোচিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা এখন রংপুর এক্সপ্রেসে করে যেতে হচ্ছে। এটি চরম ভোগান্তির। এ বিষয়ে লালমনিরহাট স্টেশন মাস্টার জামিল উদ্দিন বলেন, বুড়িমারী থেকে লোকাল ট্রেনটি দেরিতে আসার কারণে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। তবে বিকল্প হিসেবে যাত্রীদের সুবিধা নিয়ে কাউনিয়া থেকে যাত্রীদের তুলে দেওয়া হচ্ছে। তবে কী কারণে এমন হয়েছে এমন প্রশ্নের জবাবে স্টেশন মাস্টার বলেন, এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে জানানো হবে। এ বিষয়ে রেলওয়ে বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোনে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন