মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খানসামায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পাচ্ছে ৪০ হাজার পরিবার

খানসামায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পাচ্ছে ৪০ হাজার পরিবার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারে পরিবার প্রতি ১০ কেজি করে চাল পাচ্ছে প্রায় ৪০ হাজার নিম্ন আয়ের পরিবার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানায়, সোমবার (২ এপ্রিল) থেকে আগামী শনিবার (০৬  এপ্রিল) পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়নে মোট ৩৯ হাজার ৩২৫ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ৪০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ এই চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। সুষ্ঠু ভাবে চাল বিতরণ সম্পন্ন করতে তদারকি করছেন প্রশাসন ও ট্যাগ অফিসাররা। অভাবের সংসারে চাল পেয়ে প্রধানমন্ত্রীর  শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নিম্ন আয় ও দিনমজুর পরিবারের সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন বলেন, দুস্থ ও অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার সঠিক ভাবে পৌঁছে দিতে প্রশাসন ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে কাজ করছে। নিম্ন আয়ের মানুষের জন্য এই চাল দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন