উপজেলা নির্বাচনে প্রাঅথীর জামানত বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত
গাইবান্ধাঃআসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে কমিউনিস্ট পার্টি। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, পলাশবাড়ী উপজেলা সিপিবির সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তারা উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত দশ হাজার থেকে এক লাখ আর পাঁচ হাজার থেকে পঁচাত্তর হাজার নির্ধারণ করেছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত দেশকে লুটেরাদের হাতে তুলে দেওয়ার গভীর ষড়যন্ত্র। ইতিমধ্যে জাতীয় সংসদ লুটেরা ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।