রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হিলিতে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার এবং হাসপাতালে এসি ফ্রিজ বিতরণ।

হিলিতে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার এবং হাসপাতালে এসি ফ্রিজ বিতরণ।

১ ফেব্রয়ারি বৃহস্পতিবার ১২টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (জাইকা) এর ২০২২-২৩ অর্থ বছরের অর্থায়নে হাকিমপুর উপজেলা পরিষদের মিলনায়তনে কম্পিউটার , ফ্রিজ, এসি, বিতরণ করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে হাকিমপুর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার হাকিমপুর উপজেলাপরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন নির্বাহী কর্মকর্তা অমিত রায় বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন,উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা মোঃ তাহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব।হাতিশোঁও আদিবাসী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাংগই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,গোবিন্দপুর গোমড়া দ্বি মুখী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অনেকে। আলোচনা সভার পর ১১৪টি ফ্যান, ১৬টি কম্পিউটার পিসি,১৬টি কম্পিউটার মনিটর, ১৬টি মাউস,১৬টি কিবোর্ড, ১৬টিসংযোগ তার, এবং ১৫ সেট সিট বেঞ্চ।বিতরণ করা হয়।একই ভাবে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি এসি ২টি ফ্রিজ,১৫ টি ওয়েট চেয়ার, দেওয়া হয়েছে।উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুনগত মান উন্নয়নে জাইকার অর্থায়নে এবার উপজেলার প্রায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করা হয়েছে। ইতিপূর্বে ও কম্পিউটার বিতরণ করা হয়েছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণকৃত এসি ফ্রিজ ওয়েট চেয়ার ব্যবহার করে সাধারণ মানুষ উপকৃত হবেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন