পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৩ জন ভিক্ষুক পূর্নবাসিত
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি ঃ
পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৩ জন ভিক্ষুককে মালামালসহ মনোহারি টিনের দোকান উপহার হিসেবে দিয়ে পূর্নবাসিত করা হয়েছে।
বিকল্প কর্মসংস্থান ও পূর্নবাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের এই দোকানঘর গুলো দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস চত্বরে এ ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ উপহার তিনজন ভিক্ষুককে তুলে দেওয়া হয়। এর পরে তারা দোকানগুলো নিজ নিজ ঠিকানায় নিয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, ৫ নং চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবর রহমান সরকার, ১ বেলাইচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মাদ রাজা প্রমুখ। বেলাইচন্ডী ইউনিয়নের কৌপুলকি গ্রামের আব্দুল রাজ্জাকের স্ত্রী মোছাঃ এলিজা বেগম, দীর্ঘদিন ধরে ভিক্ষা করছেন ভিক্ষা করে মেয়ের বিবাহ দিয়েছে। এলিজা বেগমের বয়স হয়েছে এখন আর তেমন ভিক্ষা করতে পারেন না।
দোকানটা তার জীবিকার উৎস হবে বলে জানান তিনি। উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায় বলেন, ‘সরকারের একটি লক্ষ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা। ৩ জন ভিক্ষুককে ৫০ হাজার টাকা মূল্যের (প্রতিটি দোকান ও মালামাল) উপহার হিসেবে দিয়ে পূর্নবাসিত করা হলো।