শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হিলিতে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

হিলিতে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

হিলি প্রতিনিধি
“গাছ লাগান পরিবেশ বাঁচান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিভিন্ন শিা প্রতিষ্ঠানে আম গাছের চারা (ফলজ বৃ) বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধান শিকও প্রতিনিধিদের হাত আম গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম।
এসময় সেখানে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনোয়ার হোসেন,একাডেমিক সুপারভাইজার (শিা) সাখাওয়াত হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকিা কাওসার রহমান লিপি, আনোয়ারুল হক টুকু, গোহাড়া হাইস্কুলে স্কুলের প্রধান তোফাজ্জল হোসেন,পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্য মামুনুর রশীদসহ আরও অনেকে।
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ের লে তাঁর দিক নির্দেশনা মোতাবেক (প্রাথমিক বিদ্যালয় ৪৪টি, মাদ্রাসা ১৩ টি, স্কুল ২৪টি, কলেজ ৩টি ও প্রাথমিক বিদ্যালয় ৪৪টি শিা প্রতিষ্ঠানে আম গাছের (ফলজ) বৃরে চারা গাছ বিতরণ করা হয়েছে।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন