বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

৬দিন পর হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক।

৬দিন পর হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক।

হিলি প্রতিনিধি
ঈদুল ফিতর বাংলা নব বর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধের পর আজ সোমবার (১৫ এপ্রিল ) হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো: মোস্তফিজুর রহমান।

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব “পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ” উৎযাপন উপলক্ষ্যে গেলো ০৯ এপ্রিল হইতে ১৪ এপ্রিল রোজ রবিবার পর্যন্ত মোট ছয় (০৬) দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ পুনরায় ১৫ এপ্রিল রোজ সোমবার হইতে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন ওসি মো:আশরাফুল ইসলাম বলেন,ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন