সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে সনদ বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হলো ষষ্ঠক নেতা কোর্স

পার্বতীপুরে সনদ বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হলো ষষ্ঠক নেতা কোর্স

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পতাকা নামানো এবং সনদ বিতরণের মধ্যদিয়ে  ২৭ এপ্রিল,২০২৪ তারিখে সমাপ্ত হলো ষষ্ঠক নেতা কোর্স-২০২৪। ০৭ জন প্রশিক্ষকের সহায়তায় এই কোর্সে ৪২ জন কাব স্কাউট ষষ্ঠকনেতা প্রশিক্ষণ গ্রহন করে। চারদিন ব্যাপী আবাসিক এই কোর্সে বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলার ৭টি ইউনিটের কাব স্কাউটরা অংশগ্রহন করে। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কাব স্কাউট লিডার মোঃ রেজাউল করিম। বাংলাদেশ স্কাউটস,রেলওয়ে নৌ ও এয়ার অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার মোঃ হামজার রহমান শামীম ও বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলার সম্পাদক ও পরিচালক,এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল, পার্বতীপুর মোঃ আখতারুজ্জামান উপস্থিত থেকে সনদ বিতরণ করেন।

স্মার্র্ট স্কাউটিং,স্মার্ট সিটিজেন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষ্যে, প্রাথমিক বিদ্যালয় সমূহে ‘কাবিং সম্প্রসারণ প্রকল্প’ এর অর্থায়নে বাংলাদেশের স্কাউটস এর পরিচালনায়, বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চলের তত্ত্বাবধানে, বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলার ব্যবস্থাপনায়,কেলোকা প্রিপারেটরি স্কুল,পার্বতীপুরে গত ২৪ এপ্রিল, ২০২৪ তারিখ ‘ষষ্ঠক নেতা কোর্স ২০২৪’ এর উদ্ভোধন করেন মো: তসলিম উদ্দিন আহমেদ, পরিচালক (যান্ত্রিক),বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকা এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল আলম সিদ্দিকী, কমিশনার, বাংলাদেশ স্কাউটস,পার্বতীপুর রেলওয়ে জেলা ও কর্ম ব্যবস্থাপক /ডিজেল, বাংলাদেশ রেলওয়ে, পার্বতীপুর। গত ২৬ এপ্রিল,২০২৪ তারিখ মহা তাবুঁ জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়েন উদ্দীন সরদার, কর্ম ব্যবস্থাপক /আর, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন