মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে পুকুরে কীটনাশক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ 

রাজারহাটে পুকুরে কীটনাশক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ 
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাের রাজারহাটে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর মৌজায় এক পুকুরে কীটনাশক প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সরেজমিন গিয়ে দেখা যায় কীটনাশক ও মৃত মাছ পঁচে পুকুর পাড়ের বাতাসে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। গত শুক্রবার ১ নভেম্বর উপজেলার চায়না বাজারের সাধারণ ব্যবসায়ী আলতাব হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পুকুরের মালিক আলতাব হোসেন শনিবার ২ নভেম্বর বিকেলে রাজারহাট থানায় দুইজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম মৌজার মনির উদ্দিন সরকারের দুই পুত্র মোঃ ছাদেকুল ইসলাম স্বপন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মোঃ শফিউজ্জামান তপন। এর আগে শনিবার দুপুরে রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মাঠ সহকারী মোঃ ইলিয়াস হোসাইন উক্ত পুকুর পরিদর্শন করেন। পরিদর্শন কালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুকুরে জাল টেনে মৃত মাছগুলো তুলে ফেলানো হয়। এসময় জেলের জালে সান মেরিন ও সেতারা নামের কয়েকটি উচ্চ মাত্রার বিষের বোতল উঠে আসে। মাছগুলো বিষ প্রয়োগে মারা গেছে কিনা তা নিশ্চিত করার জন্য পুকুরের পানি ও আলামত সংগ্রহ করেন এ মৎস্য কর্মকর্তা। তিনি বলেন পরিক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে জানা যাবে মাছের প্রকৃত মারা যাওয়ার কারণ।
আলতাব হোসেন এ প্রতিবেদককে জানায় তার ৯ একর জমির উপর নির্মিত পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য লিটন সরকার বলেন, আমরা ধারনা করছি মাছগুলো বিষ প্রয়োগের মাধ্যমে মারা গেছে, তবে তা স্পষ্ট কিনা পরিক্ষা হলে জানা যাবে।
কীটনাশক প্রয়োগে পুকুরের মাছ নিধন সংক্রান্ত অভিযোগের বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা বলেন, গতকাল খবর শুনে পুকুর পরিদর্শন করি। আজ অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন