রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রাজারহাটে মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত 

রাজারহাটে মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত 
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শনিবার ১৭ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা পরিষদের হলরুমে     দৈনিক মানবজমিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের আয়োজনে দৈনিক মানবজমিন  পত্রিকা ২৬ পেরিয়ে ২৭ -এ পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে উপজেলা প্রশাসন,পুলিশ কর্মকর্তা,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ  শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। পাঠকজমিন রাজারহাট শাখার আহবায়ক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ-এর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মো.আক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মানবজমিন পত্রিকার কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মো.এনামুল হক, উপজেলা সমবায় অফিসার মো.শাহআলম, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু  ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান বেপারী। আরো উপস্হিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, জাহানুর আলম সোহেল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মানবজমিন সুহৃদ হিসেবে মনোনিত হন  উপজেলা সমবায় অফিসার মোঃ শাহআলম ও সেরা পাঠক মনোনিত হন ব্যবসায়ী মোঃ বাদশা মিয়াকে  শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মানবজমিন -এর রাজারহাট উপজেলা  প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে  অতিথিবৃন্দ তাদের স্ব স্ব বক্তব্যে বলেন, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট  বরেণ্য সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ও প্রকাশক মাহবুবা চৌধুরী সহ  পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রসংশা করেন এবং আগামীদিনেও কার ও তাঁবেদারি করে না, মানবজমিন এ ধারাটি বহাল রেখে চলুক  সেইসঙ্গে   পত্রিকাটির সফলতা ও মঙ্গল কামনা করে বক্তব্য দেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন