বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টায় ব্যবসায়ীর জেল

সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টায় ব্যবসায়ীর জেল

সাতক্ষীরায় একটি বাগান থেকে অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করার চেষ্টা কালে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ মণ আম জব্দ করা হয়। রোববার (০৫ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সাড়াগাছি গ্রামের মো. রবিউল ইসলামের বাগান থেকে পেড়ে বাজারজাতকালে এসব আম জব্দ করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এ অভিযান পরিচালনা করেন। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন উপস্থিত ছিলেন। শাস্তিপ্রাপ্ত হয়েছেন সাতক্ষীরা শহরের মিয়াসাহেবের ডাঙ্গী এলাকার আব্দুল বারীর ছেলে মো. রবিউল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব জানান, অপরিপক্ক আম পেড়ে রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে। যা মানবস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। একই সাথে অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরার আমের সুনাম নষ্ট হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন