বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে ডেন্টাল কেয়ারের আড়ালে মাদক ব্যবসা গ্রেফতার-১

আদমদীঘিতে ডেন্টাল কেয়ারের আড়ালে মাদক ব্যবসা গ্রেফতার-১

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে ববি ডেন্টাল কেয়ার থেকে ৬৫০পিচ নেশার ইনজেকশন উদ্ধার করেছে এবং ববি ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী মকছেদ খাঁন বিশুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০মে) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর সভা রোডে মকছেদ খাঁন বিশু নামের এক পল্লী চিকিৎসক ববি ডেন্টাল কেয়ার নামক একটি দোকানে বসে চিকিৎসা সহ ঔষধ বিক্রির পাশাপশি নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছিল।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা সহকারি কশিশনার (ভূমি) মুনিরা সুলতানা গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (খ ) সার্কেলের সদস্যদের নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠান থেকে ৬৫০পিচ নেশার ইনজেকশন উদ্ধার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বুধবার সকালে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বগুড়া জেলা হাজতে পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন