সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস   উদ্বোধন করেন এমপি

উলিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস   উদ্বোধন করেন এমপি
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি : ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান। জন্মের পর পরই নবজাতককে শালদুধসহ মায়ের দুধ খাওয়ানো শুরু করুন। জন্মের পর প্রথম ৬ মাস (১৮০ দিন) শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান। পানি, মধু, চিনি বা মিসরির পানি ইত্যাদি খাওয়ানো যাবে না।এবারে ৩শত ৩৮টি কেন্দ্রে   ৬মাস থেকে ১১ মাস বয়সী ৭হাজার ৯শত   ৩৮জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২মাস থেকে ৫৯ মাস বয়সী৫৫হাজার ১শত ১৫শিশুকে  ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয় ।(১ জুন শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে উদ্বোধন করেন   স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। এ সময়  উপস্থিতি ছিলেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া    ডা:শুভজিত ভট্টাচার্য,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্টোর কিপার মোঃ ফারুক আহমে,পরিসংখ্যানবিদ  মো: শহিদুর রহমান, এমটি, ইপি, আই, মুরাদ  হোসেন প্রমুখ
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন