বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

গোবিন্দগঞ্জে ১২ শত এ্যাম্পুল ইজেকশনসহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে ১২ শত এ্যাম্পুল ইজেকশনসহ গ্রেফতার ১
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাৌ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গাড়ী চেকিং কালে ১২০০ পিস Buprenophine Injection I.P. CUPIGESIC 2ml এর কাঁচের এ্যাম্পুল বোতল সহ সোহেল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার গোবিন্দগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো.কামাল হোসেন এর দিক নির্দেশনা মোতাবেক  গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ এর তত্ত্বাবধানে থানার এসআই সঞ্জয় কুমার সাহা  সঙ্গীয় ফোর্সসহ একটি টিম গোবিন্দগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের অর্ন্তগত বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে গাড়ী চেকিং করাকালে ২২ আগস্ট সকাল ১১ টার পরে নাদের পরিবহনের যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৩৪) নীলফামারী হইতে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামিয়ে  উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাসের ভিতরে চেকিং করাকালে বাসের ডান পার্শ্বে F-3  সীটে বসা যাত্রী বেশে মাদককারবারি মোঃ সোহেল এর হেফাজতে দুই হাটুর মাঝখানে একটি পিত কালারের স্কুল ব্যাগের ভিতরে সাদা কাগজ দিয়ে বিশেষভাবে মোড়ানো প্রতিটি প্যাকেটে ১০০টি করে ১২টি সাদা কাগজের প্যাকেটে (১২x১০০)=১২০০ (বার শত) পিস Buprenophine Injection I.P. CUPIGESIC 2ml এর কাঁচের এ্যাম্পুল উদ্ধার করা হয়। এসময় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল (৩৫)  দিনাজপুর জেলার পারবর্তীপুর থানার পৌর এলাকার সরকার পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে৷  গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ জানান, এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন