শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ মে) রাত পৌনে ১২ টায়  উপজেলার সিংড়া ইউনিয়নের শিধলগ্রাম এলাকার প্রাইমারী স্কুলের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ঘোড়াঘাট উপজেলার রবিউল ইসলাম (৩২), আজিজার রহমান (৫০), আল রাফি (২৯), আইয়ুব আলী (২৪), রাজু মিয়া (২৮), মামুন সরকার (৩৭), মোঃ সাগর মিয়া (৩০), নাদির আলী (২০), লিটন মিয়া (৩০) সকলে ঘোড়াঘাট উপজেলার এবং অপর একজন ঢাকা জেলার ধামরাই উপজেলার মোহর আলী (৫০)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ঘোড়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি । ঘোড়াঘাট ছোট্ট একটি উপজেলা। তবে সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রভাব লক্ষণীয়। আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সনীতি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছি। এ বিষয়ে আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার সার্বিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ রবিবার দুপুরে পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন