সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে  প্লাবিত ২০ টি পরিবারকে আর্থিক সহায়তা করেন ; মা মৎস্য আড়ৎ 

ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে  প্লাবিত ২০ টি পরিবারকে আর্থিক সহায়তা করেন ; মা মৎস্য আড়ৎ 
পাইকগাছা প্রতিনিধি : ঘুর্নিঝড় রেমাল এর তান্ডবে উপকূলীয় খুলনার পাইকগাছা লতা ইউনিয়ন এর কিছু গ্রাম তছনছ করে দিয়েছে। জলোচ্ছ্বাসে  উপজেলার বিভিন্ন পোল্ডারে ক্ষতিগ্রস্থ পাউবো’র বেঁড়িবাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রামে হুহু করে লবন পানি ঢুকে প্লাবিত হয়েছে। শত শত বিঘার  চিংড়ি ঘের প্লাবিত হয়ে একাকার সহ মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জনসাধারণ মানুষের। অসহায় জনসাধারণের কথা চিন্তা করে ২৯ শে   মে (বুধবার) রাতে লতা ইউনিয়ন এর পুটিমারী গ্রামের ২০ টি পরিবারকে দুই হাজার টাকা করে আর্থিক সহয়তা করেন শামুকপোতা বাজার মা মৎস্য আড়ৎ এর প্রো : প্রশান্ত কুমার মন্ডল ও কুমারেশ মন্ডল। ক্ষতিগ্রস্তরা হলেন,তরফ গাজী, মৌবারক, সিরাজুল, সাইদুল, হাফেজ, মুনছুর, মোস্ত, রুল্হতম, লাইলি, উদায়, দিবাশীষ, মহিবুলা, বিবা, কালাম, ছাত্তার, মুক্তার, আরশাদ, নুরইসলাম, মতি খলিফা, তপন বিশ্বাস।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন