শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে তালের শ্বাস বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শতাধিক মানুষ

পাঁচবিবিতে তালের শ্বাস বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শতাধিক মানুষ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:পাঁচবিবিতে তালের শ্বাস বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শতাধিক বেকার ও নিম্ন আয়ের মানুষ। প্রতিবছর গ্রীষ্ম মৌসুম এলেই দেখা যায়, উপজেলার গোহাটা,তিনমাথা, বাসস্ট্যান্ড, পাচমাথা, রেলস্টেশনসহ রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে মৌসুমী ফল তালের শাস বিক্রি হচ্ছে। পাইকারির পাশাপাশি বিক্রি চলছে খুচরাও। কিনে খাচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর ক্রেতারা। আর ব্যবসায়ীরা কাঁচা তাল সংগ্রহ করেন প্রত্যন্ত গ্রাম থেকে।  প্রতিটি গাছ ১ হাজার থেকে-১২ শত টাকায় ক্রয় করেন তারা। ১টি কাঁচা তাল থেকে ২-৩ টি করে শাঁস পাওয়া যায়। তারা প্রতি হালি বিক্রি করেন ২০ টাকা করে। এতে সরাদিনে ১৫ শ থেকে ২ হাজার পিস তালের শাঁস বিক্রি হয়। এভাবে যা লাভ হয় তা দিয়েই কোনরকমে চলে তাদের সংসার বলে জানান,বাগজানার ব্যবসায়ী আফাজ ইসলাম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন