বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

একদফা দাবী আন্দোলনে গুলিবিদ্ধ লালমনিরহাটের শিক্ষার্থী মিরাজের মৃত্যু 

একদফা দাবী আন্দোলনে গুলিবিদ্ধ লালমনিরহাটের শিক্ষার্থী মিরাজের মৃত্যু 
মোঃ লাভলু শেখ  লালমনিরহাট থেকে।।
হাসিনা হটাও আন্দোলনে গুলিবিদ্ধ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিক্ষার্থী মিরাজ খাঁনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিক্ষার্থী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া সর্দারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি দনিয়া মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, হাসিনা হটাওয়ের এক দফা দাবী আদায়ের আন্দোলনে অন্যান্য শিক্ষার্থী ও জনতার সাথে ঢাকায় অংশ নেয় শিক্ষার্থী মিরাজ খাঁন। গত ৫ আগস্ট ঢাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হন মিরাজ খাঁন। সহযোদ্ধারা প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রপাচারে গুলি বের করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মৃত মিরাজের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলে কোটা সংস্কার তথা হাসিনা হটাও আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় মিরাজ শহীদ হয়েছে। শহীদ ছেলের আত্নার শান্তিকামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন