কমলগঞ্জে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্টানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তার বাজার তদারকি ও অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি প্রতিষ্টানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।
রোববার (১৫ মে) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও কমলগঞ্জ থানা পুলিশের একটি টিমের সহায়তায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার, স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আইসক্রীমের উৎপাদনকারী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যে মিশ্রণ করা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে অবস্থিত তৃষা আইসক্রীমকে ১৫ হাজার টাকা, পাল এন্ড সন্সকে ১ হাজার টাকা, পানাহার হোটেলকে ৩ হাজার টাকা সহ মোট ৩টি প্রতিষ্টানকে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।