শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর নতুন শাখা উদ্বোধন

দিনাজপুরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর নতুন শাখা উদ্বোধন

 

মোঃ আব্দুস সাত্তার দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার দুপর ১২ টায় শহরের নিমতলা এলাকার ইউনিক প্লাজার দ্বিতীয় তলায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর নুতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা রহমান। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স-এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, চেম্বার অব কমার্সের পরিচালক মোহন পাটোয়ারি। আইডিএলসি’র সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, এম জামাল উদ্দিন এবং আইডিএলসি’র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। গ্রাহকদের প্রয়োজনীয় আর্থিক পরিষেবা দিয়ে জনগণের সেবা করার এবং আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার অঙ্গীকার নিয়ে কোম্পানিটির নতুন এই শাখায় কার্যক্রম শুরু হয়েছে।
দিনাজপুর শহরের জীবনযাত্রার মান ও ব্যবসা বানিজ্যের অগ্রগতির সাথে সাথে গ্রাহকদের আর্থিক সেবার চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইডিএলসি’র নতুন এই শাখা উক্ত ক্রমবর্ধমান চাহিদা পুরণের জন্য সর্বাত্বক প্রচেষ্টা করবে বলে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। আইডিএলসি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে এসএমই লোন সুবিধার পাশাপাশি থাকবে ব্যক্তি পর্যায়ে হোম লোন, কার লোন ও ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে থাকে। নতুন ব্রাঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন বলেন, “দেশের বৃহত্তম নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমরা সকল উদ্যমী ও পরিশ্রমী মানুষের সহযোগী হিসেবে কাজ করতে চাই। সেইসাথে, প্রয়োজনীয় আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে একসাথে জীবনমান উন্নত করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দিনাজপুর অঞ্চলের যেসব উদ্যোক্তারা এই অঞ্চলের কৃষি ও শিল্প খাতের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে, তাদের অপার সম্ভাবনা ফলপ্রসূ করতে আইডিএলসি দিনাজপুর শাখার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। “উল্লেখ্য, ১৯৮৫ সালে শুরু করে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দীর্ঘ ৩৮ বছর অত্যন্ত সুনামের সাথে দেশব্যাপী ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। দেশের অর্থনীতির চাহিদাকে মাথায় রেখে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সেবা ও ইনোভেটিভ প্রোডাক্টের মাধ্যমে আইডিএলসি নিজেদের মার্কেট লিডার হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। দিনাজপুর ব্রাঞ্চটি আইডিএলসি গ্রুপের ৪০তম এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর ৩১তম ব্রাঞ্চ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন