উলিপুরে একটি ওষুধের দোকান ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে একটি ওষুধের দোকান ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন এক ঔষধ ব্যবসায়ী।মামলা সুত্রে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা রসুলপুর গ্রামের আবু ওয়ারেছ ১শতাশ জমি কিনে দোকান ঘর তুলে দীর্ঘদিন ধরে রসুলপুর বাজারে ওষুধের ব্যবসা করে আসছে।গত ৫ আগস্ট তত্কালীন সরকারের পতনের পর জমি বিক্রেতার ছেলে মাইদুল ইসলাম ও সাজেদুল ইসলাম দোকান মালিক ওয়ারেছকে তার দোকান ঘরটি সরে নেয়ার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।নিরুপায় ক্রয় কৃত জমির মালিক ওয়ারেছ বিষয়টি ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় লোকজনদেরকে জানালে, জমি বিক্রেতার ছেলে মাইদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ,গত ১অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ২০/২৫ জনের একটি দল ওষুধের দোকানটিতে হামলা চালিয়ে ভাঙচুর সহ মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় আবু ওয়ারেছ উলিপুর থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।