মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাহরাইনে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস

বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাহরাইনে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাহরাইনে অধ্যয়নরত শতভাগ বাংলাদেশি শিক্ষার্থী পাস করেছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জি‌পিএ-৫ পেয়েছেন ৪ জন।

মঙ্গলবার (১৫ অ‌ক্টোবর) মানামার বাংলা‌দেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায়।

দূতাবাস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪-এর ফলাফল প্রকাশ পেয়েছে। বরাবরের মতো এ বছরও বাংলাদেশ স্কুল বাহরাইনে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় ভালো ফলাফলসহ শতভাগ পাস করেছে।

এ বছর সর্বমোট ৩৪ জন ছাত্র-ছাত্রী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষাজীবনে তারা আরও ভালো ফলাফল করবে ও ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সাফল্যের জন্য স্কুল কর্তৃপক্ষকে এবং অভিভাবকদের বিশেষভাবে ধন্যবাদ জানান চার্জ দ্যা অ্যাফেয়ার্স।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন