বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে বাদীপক্ষ স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করলো আসামীরা

পাঁচবিবিতে বাদীপক্ষ স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করলো আসামীরা
 পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে মামলা তুলে না নেয়ায় বাদীপক্ষ স্বামী-স্ত্রী ২জনকে পিটিয়ে আহত করলো আসামীরা। মামলা সংক্রান্ত এই ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়,গত শনিবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে থাকা কালীন উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র শেরেকুল ইসলাম (কিনা) ও রবিন হোসেনের পুত্র মকবুল হোসেনসহ ১০-১২ জন সশস্ত্র যুবক দেশীয় সজ্জিত হয়ে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাদিপক্ষ মোঃ বেলাল হোসেন ও তার স্ত্রী মোছাঃ লিলিফা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করে। গ্রামবাসীরা তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ব্যাপারে বড় মেয়ের জামাই পশ্চিম বালিঘাটা গ্রামের ফরিদ হোসেন মন্ডল বাদী হয়ে সোমবার পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত বেলাল হোসেন ও তার স্ত্রী লিলিফা বেগম জানান, আসামিরা মূলত: একটি অপহরণ মামলার এজাহার ভুক্ত আসামী। গত ১৩-১৪ মাস পূর্বে আমার ছোট মেয়েকে অপহরণ করেছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে। উক্ত বিবাদীগণ মামলাটি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো কিন্তু মামলাটি তুলে না নেয়ায় উক্ত মামলার আসামিগণ এ ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই? এ ব্যাপারে অভিযুক্ত সেরেকুল ইসলাম (কিনা) বলেন, এটি মামলা সংক্রান্ত কোনো ঘটনা নয়, আমার বাবা ভ্যানে আসছিল, রাস্তা থেকে সরে যেতে বলায় তারাই আমার বাবাকে পিটিয়ে আহত করেছে। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন