কুড়িগ্রামে একটি প্রেসক্লাবের দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শনিবার ২৬অক্টোবর সকাল ১০ঃ০০ঘটিকার দিকে পাঁচটি নয় একটি প্রেসক্লাব চাই দাবিতে জেলার শাপলা মোড়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমানুর রহমান খোকনের সভাপতিত্বে কুড়িগ্রামে পাঁচটি নয় একটি প্রেসক্লাব চাই এই দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্কার পন্থী সাংবাদিক আন্দোলনের ব্যানারে সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমানুর রহমান খোকন, দৈনিক চারিদিকে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোল্লা হারুন আর রশিদ, পাক্ষিক দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম, সাপ্তাহিক গণকথা পত্রিকার নির্বাহী সম্পাদক মুশফিকুর রহমান সাফি, সাপ্তাহিক ধরলা পত্রিকা নির্বাহী সম্পাদক হাবিবুল হক লিংকন, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোখলেসুর রহমান ভুট্টু , দৈনিক আজকের জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মুকুল, সিএনএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান আহমেদ, দৈনিক দাবানল পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হোসেন বাবুল, কেআর জি টেলিভিশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ চৌধুরী, দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক নব চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি খাজা ইউনুস ইসলাম ঈদুল, দৈনিক সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি মুস্তাফিজার রহমান বাবু, দৈনিক বিজয় বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রামের কবি ও সাংবাদিক হেলাল জাহাঙ্গীর, আশা ছবি বিশ্ব জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী লুৎফর রহমান প্রমুখ