বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড 

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড 
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীর সাথে অশালীন আচরন করায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবকের নাম আল-আমীন (২২)। সে উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের সফর আলীর পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত সোমবার ২৮ শে অক্টোবর রাতে উক্ত যুবক একই গ্রামের হিন্দু পরিবারের এক কিশোরীকে জাপটে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন।
এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আশাদুল হক যুবক আল-আমীনকে ভ্রাম্যমাণ আদালতে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আশাদুল হক ও থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন