বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হিলিতে মাদকদ্রব্য উদ্ধার বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আটক।

হিলিতে মাদকদ্রব্য উদ্ধার বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আটক।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ হিলি-জয়পুরহাট আঞ্চলিক সড়কে হিলি থেকে নারায়ণগঞ্জ গামি একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে বাসের স্টাফদের ব্যবহৃত একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৯৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার। বাসের চালক, সুপারভাইজার ও হেলপার আটক।

৬ নভেম্বর বুধবার অনুমানিক ৭টায় হাকিমপুর পৌরসভার ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজ এর সামনে হিলি-জয়পুরহাট আঞ্চলিক সড়কে হিলি থেকে নারায়ণগঞ্জ গামী সামী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে
সহকারী পুলিশ সুপার,হাকিমপুর সার্কেল আ.ন.ম নিয়ামত উল্লাহ ও অফিসার ইনচার্জ হাকিমপুর থানা মোঃ সুজন মিঞা’র উপস্থিতিতে এস.আই মোঃ আরিফুর রহমান, এস.আই মিজানুর রহমান, এস.আই আঃ ওয়াহাব, এএসআই মোঃ রনজু মিয়া ও সঙ্গীয় ফোর্স কর্তৃক
গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বাসের সামনের গ্লাস ও ড্রাইভিং সিটের সামনে রাখা বাসের স্টাফদের ব্যবহৃত একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৯৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য Buprenophine Injection (এ্যাম্পল) উদ্ধার করা হয়। এই ঘটনায় উক্ত বাসের চালক সোহেল রানা সুপারভাইজার রবিউল ইসলাম এবং হেলপার রুহুল আমিন নামের তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।অদ্য ০৭/১১/২০২৪ খ্রিঃ বেলা ১৩.০০ ঘটিকার সময় উক্ত তিনজন আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য দিনাজপুর প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন