হোমনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
হোমনা প্রতিনিধিঃ হোমনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দিবসের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে হোমনা থানা, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন ও সদস্য সচিব মোজাম্মেল হক মুকুলের নেতৃত্বে বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা,মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও হুমায়ুন কবিরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।